এটম বোমার সাথে প্লাষ্টিক রেক্সিনের পার্থক্য হচ্ছে নিক্ষেপের সাথে সাথেই এটম বোমা নিমেষেই ধ্বংস ডেকে আনে, আর এই প্লাষ্টিক রেক্সিন আমাদের মাটি জলধারা আর প্রাণপ্রকৃতিকে তিলতিল করে ধ্বংস করে। দুঃখজনক হচ্ছে যে, আজকের পৃথিবীটা যে মারাত্মকভাবে প্লাষ্টিক দূষণের শিকার,সেকথা অনেকটা সর্বজন বিদিত হবার পরো বাংলাদেশে কিন্তু এই জীবন নাশা প্লাষ্টিক রেক্সিনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে! এ দেশের মার্কেটিং ব্যবস্থায় বেশিরভাগ পণ্যেরই গায়েগতরের মোড়ক আর পাত্রখানা যে আজো প্রাণঘাতী !প্রতিদিন হাজার হাজার টন প্লাষ্টিক রেক্সিন জমছে এই ছোট্ট দেশের বুকেমুখে!

সম্প্রতি এ দেশের প্রতিবন্ধী মানুষের শ্রমের ফসল মুক্তা নামের বোতলজাত খাবার পানি একটি মানবিক পণ্য হিসাবে বেশ প্রচারও পাচ্ছে দেশে। নিশ্চয়,দেশের প্রতিবন্ধী মানুষের শ্রমের প্রডাক্ট হিসাবে এর একটি বিশেষ মানবিক দিক অবশ্যই রয়েছে। কিন্তু এর বোতল পাত্রখানাও যে প্রাণঘাতী প্লাষ্টিকজাত!
সেকথা মোটেও ভুলে গেলে চলবে না যে প্লাষ্টিকের এইসব বোতল পাত্র যে আমাদের এই প্রাণপৃথিবীর জন্য ভয়ংকর বিপদের, তা ভাববার জরুরি সময় লগ্ন যে আজই! এখনই!