নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহ পলাশপুর গ্রামে জমজমাটভাবে চলছে জামাই মেলা। ৫ দিনব্যাপী জামাই মেলা শুরু হয়েছে ১৬ ডিসেম্বর। চলবে আগামি ২০ ডিসেম্বর পর্যন্ত। শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। মেলাটি মূলত মাছের মেলা। যমুনা নদীসহ বড় বড় দেশীয় মাছসহ দেশের বিল হাওড় ও সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে বলে মেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ জানিয়েছেন। তিনি বলেন, শীতকালে এই এলাকার জামাইদের শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়ার রেওয়াজ অনেক দিনের ঐতিহ্য।

তাই পৌষ মাসে জামাই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নদীর মাছ ছাড়াও লোকজ খাবার, কৃষি সামগ্রী, মৃৎশিল্প, চুড়ি ফিতা এবং নাগরদোলা, পুতুল নাচ, গ্রামীণ খেলাধুলার আয়েজন করা হয়েছে। ৫ দিনব্যাপী এই মেলায় প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটছে। দূরদূরান্ত থেকে দেখতে আসছে অনেক দর্শনার্থী।