ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরির্বতনে
কিশোর – কিশোরীদের ক্ষমতায়ন-
কিশোর-কিশোরী সুরক্ষা,শিশু বিবাহ বন্ধ করা,শিশু নির্যাতন বন্ধে এক সাথে কাজ করা,খেলাধুলা ও বিনোদনে সহায়তা করা,আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড গ্রহনে উৎসাহিত করা,পরিবারে সম্মান বৃদ্ধি করা, সামাজিক-জাতীয়-আর্ন্তজাতিক কাজে সম্পৃক্ত করা।
প্রতিটি স্কুলের শিশুরা টিফিনের পয়সা জমায় এবং তাদের টাকায় তাদের দ্বারা তাদের স্কুলে হয় বাগান বা School Garden.
স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শিক্ষা প্রদান।
> সবুজ শিক্ষা কার্যক্রমঃ
 সবুজ শিক্ষা নামক Online School of Environment পরিচালনা করা।
– ত্বাত্তিক(প্রকৃতি ও প্রাণের সুরক্ষা )
– ব্যবহারিক (বাগান সৃজন)
– পরিবেশ বান্ধব শিক্ষা উপকরণ উপহার ও ব্যবহার।

 এসো লিখি সবুজ খাতা
শহরের বিভিন্ন অফিস,বাসা ও স্কুল কলেজ থেকে এক পৃষ্ঠা ব্যবহৃত কাগজ সংগ্রহ করে সেই কাগজ দিয়ে খাতা তৈরি করে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিতরণ। যা আমাদের প্রজন্মকে পূনঃব্যবহার শেখাবে।
 প্রতিটি ছাত্র-ছাত্রী পরিবেশ বান্ধব ব্যাগ ও কলম ব্যবহার করবে।