সমাজে সর্বমহলে বেড়ে গেছে ভার্চুয়াল আসক্তি। তবে নবীন-প্রবীণ বইপ্রেমী অনেক মানুষ আছেন, যাঁরা কোথাও বসে বই পড়ার জায়গা পাচ্ছেন না। আমার এই উদ্যোগটি তাঁদের জন্যই। মাদারগঞ্জে আবারও লেখালেখি ও বই পড়াতে সমৃদ্ধ হোক। সবার হাতে কলম উঠুক। মোবাইল আসক্তি কমিয়ে অবসরে বই, পত্রিকা পড়ুক!

এমন স্বপ্ন আমার বহুদিনের। সমাজ ও সমাজের মানুষদের কল্যাণে কিছু একটা করা। বই মানুষকে আলোকিত করে। জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সমাজ তথা পুরো দেশ। আমার একক উদ্যোগে ঘরভাড়া, ডেকোরেশন, নিয়মিত পত্রিকা রাখা ও তিলেতিলে জমানো বইগুলো নিয়েই গ্রন্থাগারটি সাজানোর চেষ্টা করেছি মাত্র।

চাইলে আপনিও আপনার পুরোনো বই আমাদের গ্যালারিতে লিপিবদ্ধ করতে পারেন। বই দাতার নাম লিখে আমরা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ।

গ্রন্থাগারটি সবার জন্য সর্বদা উন্মুক্ত। তাই আজই চলে আসুন….

স্থান : জোড়খালি বাজার, মোসলেমাবাদ, মাদারগঞ্জ।

ধন্যবাদ।